অনলাইন ডেস্ক : মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)এর অধিনস্ত যাদবপুর বিওপির হাবিলদার মতিউর রহমান এর নেতৃত্বে ৬ সদস্য বিশিষ্ট টহল দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত শূন্য লাইন থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ৭ জুন সোমবার রাত ৯টার সময় ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার মকরধসপুর গ্রামের বাগানপাড়া গোল চত্বর থেকে ট্রাক চালক আসিফ শেখ (১৮), পিতা-আকরাম শেখ, গ্রাম, পো: ও থানা-কোটচাদপুর, জেলা-ঝিনাইদহকে ৯৭ পিচ ইয়াবা ও ০১টি সিভিল ৫ টন ট্রাকসহ (ঢাকা মেট্রো-ট-১৬-৪৯৩৫) আটক করে।
পরবর্তীতে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল কামরুল আহসান এর নির্দেশক্রমে ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার মোহাম্মদ নজরুল ইসলাম খান এর নেত্রত্বে ব্যাটালিয়নের বিশেষ টহল দল ট্রাক চালক আসিফ কেষ এর দেয়া তথ্য অনুযায়ী ট্রাকের মালিক আনিচুর রহমান, পিতা- মৃত আবুল হোসেন, গ্রাম- ভৈরবা, পো:-ভৈরবা বাজার, থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহ এর বাড়ী গ্রামের স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ ও সাংবাদিকগণের উপস্থিতিতে তল্লাশী করে তার বসত ঘরের জুতা রাখার র্যাকের মাটির নিচে পুতে রাখা কাচের বৈয়মের মধ্যে রাখা ৬০২পিচ ইয়াবা আনিচুর রহমান এর স্ত্রী মনারগিস মাটি খুড়ে নিজ হাতে বের করে দেয়ায় তাকে আটক করা হয়।
আটককৃত আসামীদ্বয়কে সর্বমোট ৬৯৯পিচ ইয়াবা ও ট্রাকসহ মহেশপুর থানায় মামলা দায়ের এবং সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদক চোরাকারবারী নারগিস এর স্বামী আনিচুর রহমান এর বিরুদ্ধে পলাতক আসামী হিসেবে মামলা দায়ের করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
দর্শনা নিউজ 24/এইচ জেড
Views: 5
Leave a Reply