1. nasiralam4998@gmail.com : admi2017 :
বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
রাজনৈতিক দল নয়, আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত দেবে জনগণ: ফখরুল ‘পুষ্পা টু’ সিনেমার আইটেম গানে নেচে কত টাকা নিলেন শ্রীলীলা? ইলন মাস্ক থাকছেন ট্রাম্পের মন্ত্রিসভায় এইচএসসির ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল বৃহস্পতিবার, জানা যাবে যেভাবে নির্বাচন কমিশন পুনর্গঠনে সার্চ কমিটি করে প্রজ্ঞাপন জারি টানা দ্বিতীয়বার বর্ষসেরা গোলরক্ষক মার্টিনেজ আ.লীগসহ ১১ দলের কার্যক্রম নিষিদ্ধ চেয়ে করা রিট প্রত্যাহার ঘরে বসেই আয়কর জমা দিয়ে রিটার্ন দাখিলের ব্যবস্থা হচ্ছে: প্রধান উপদেষ্টা বঙ্গবন্ধু রেলওয়ে সেতু চালু হচ্ছে জানুয়ারিতে মোহাম্মদপুরে সুপারশপে ডাকাতির ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

রাজনৈতিক দল নয়, আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত দেবে জনগণ: ফখরুল

  • আপডেট টাইম : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ০ বার

অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর বিভিন্ন মহল থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি উঠে। এবার এই বিষয়ে বিএনপির অবস্থান পরিষ্কার করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে অন্য কোনো রাজনৈতিক দলের মতামত দেওয়া ঠিক হবে না। এটা রাজনৈতিক দলের সিদ্ধান্ত নয়, এটা জনগণের সিদ্ধান্ত। জনগণ সিদ্ধান্ত দেবে, কে রাজনীতি করবে; কে করবে না এবং সেটা হবে নির্বাচনের মাধ্যমে। নির্বাচনের যারা জনগণের কাছে খারাপ তারা বাতিল হয়ে যাবে।

বুধবার (১৩ নভেম্বর) ঠাকুরগাঁওয়ে নিজ বাস ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ একটা কাজ খুব সফলভাবে করেছে। তা হলো জাতিকে বিভক্ত করেছে। এই বিভক্ত দূর করে আমরা একটা ঐক্যবদ্ধ জাতি চাই। রাজনৈতিক মতামত ভিন্ন থাকবে কিন্তু ঐক্য থাকবে মৌলিক কিছু বিষয়ে। যেমন- বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিষয়ে, বাংলাদেশের গণতন্ত্রের বিষয়ে এবং বাংলাদেশর মানুষের অধিকারের বিষয়ে। এই বিষয়গুলোতে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব বলেন, যাদেরকে উপদেষ্টা নেওয়া হবে তার যেন বিতর্কিত না হয়। এই বিষয়ে সরকারকে লক্ষ্য রাখতে হবে। নিজেদের স্বার্থেই এই বিষয়ে লক্ষ্য রাখা উচিত।

তিনি আরও বলেন, এই সরকারকে সফল করার দায়িত্ব আমাদেরও। কারণ আমরাও এই আন্দোলনের অংশীদার। আর এই সরকার এসেছে আন্দোলনের মাধ্যমে। আমরা চাই না এই সরকার ব্যর্থ হয়ে আন্দোলন ব্যর্থ হয়ে যাক।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক এমপি জাহিদুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ প্রমুখ।

Views: 0

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..