বলিউডের জনপ্রিয় সিনেমা ফ্যাঞ্চাইজি ‘ভুল ভুলাইয়া’। নির্মিত হয়েছে এ সিনেমার তৃতীয় কিস্তি। কার্তিক আরিয়ান, বিদ্যা বালান, মাধুরী দীক্ষিতকে নিয়ে এটি পরিচালনা করেছেন আনিস বাজমি। হরর-কমেডি ঘরানার এ সিনেমায় অভিনয় করেছেন ভারতীয় বাংলা সিনেমার কমেডিয়ান কাঞ্চন মল্লিক। মুক্তির পর বক্স অফিসেও দারুণ সাড়া ফেলেছে।
এরই মধ্যে মুক্তি পেয়েছে কাঞ্চন মল্লিক অভিনীত ওয়েব সিরিজ ‘নিকষ ছায়া’। এটিও ভৌতিক ঘরানার গল্প নিয়ে নির্মিত হয়েছে। সিরিজটিতে দারুণ চমক দিয়েছেন কাঞ্চন মল্লিক। কমেডি অভিনেতা হয়েও জাদুবলে অঘোরি তান্ত্রিকের নিষ্ঠুরতা, নৃশংসতাকে জীবন্ত করেছেন। ফের ভৌতিক সিনেমায় নাম লেখালেন কাঞ্চন। বলা যায়, ‘ভূতের’ বেড়াজালে এই অভিনেতা!
ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, কাঞ্চনের নতুন সিনেমার নাম ‘ভূতের পাল্লায় ভূতনাথ’। টানা তিনবার ভূতের সিনেমায় তিনি। ওয়েব সিরিজে কাঞ্চন দুষ্টু তান্ত্রিক। হিন্দি সিনেমায় অভিশপ্ত রাজ পরিবারের দেহরক্ষী। তৃতীয়বার অর্থাৎ ‘ভূতের পাল্লায় ভূতনাথ’ সিনেমায় কাঞ্চন স্বয়ং ভূত।
Views: 8
Leave a Reply