1. nasiralam4998@gmail.com : admi2017 :
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৮ অপরাহ্ন

কুষ্টিয়ায় তরুণীর বিবস্ত্র লাশ উদ্ধার

  • আপডেট টাইম : বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৯৫ বার

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারায় অজ্ঞাত পরিচয়ের এক তরুণীর (২০) বিবস্ত্র লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৭ ফেব্রুয়ারী) সকালে স্থানীয়রা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের চন্ডিপুর জিকে ক্যানেলে ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়।

ভেড়ামারা থানার ওসি শাহজালাল জানান, উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের চন্ডিপুর জিকে ক্যানেলে অজ্ঞাত ওই নারীর বিবস্ত্র লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়।

তবে কারা, কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে পুলিশ সে ব্যাপারে নিশ্চিত হতে পারেনি। পুলিশ ঘটনাস্থল থেকে বেশ কিছু আলামত উদ্ধার করেছে। হত্যা রহস্য উদঘাটন এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

দর্শনা নিউজ২৪.কম- ১৭ই ফেব্রুয়ারী ২০২১

Views: 3

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..