1. nasiralam4998@gmail.com : admi2017 :
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫২ পূর্বাহ্ন

ঢামেকে হামলা: গাইবান্ধায় গ্রেপ্তার সঞ্জয় পাল

  • আপডেট টাইম : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১ বার

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় জড়িত অভিযোগে সঞ্জয় পাল জয়কে গাইবান্ধা জেলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা জেলার পুলিশ সুপার মোশাররফ হোসেন।

তিনি বলেন, ঢাকা মেডিক্যালে হামলায় জড়িত থাকা সঞ্জয় পাল জয়কে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, ঢাকা মেডিক্যাল কলেজে চিকিৎসক ও রোগীদের ওপর হামলার ঘটনায় ঢাকা মেডিক্যালের অফিস সহায়ক আমির হোসেন বাদী হয়ে শাহবাগ থানায় একটি মামলা করেন। সেই মামলার অভিযুক্ত আসামি সঞ্জয় পাল।

গ্রেপ্তার সঞ্জয় পাল গাইবান্ধা শহরের সরকার পাড়ার রনজিৎ পালের ছেলে।

প্রসঙ্গত, ঢামেকে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় রোববার ছিলো দিনভর উত্তেজনা। হামলাকারীদের গ্রেপ্তার-বিচার, নিরাপদ কর্মস্থল নিশ্চিত করাসহ চার দফা দাবিতে রোববার সকাল থেকে ‘কমপ্লিট শাটডাউন’ (কর্মবিরতি) পালন করেন দেশের সরকারি হাসপাতালের চিকিৎসকেরা।

Views: 4

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..