1. nasiralam4998@gmail.com : admi2017 :
শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৭ পূর্বাহ্ন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

  • আপডেট টাইম : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ১১ বার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড থেকে সোনারগাঁওয়ের দড়িকান্দি এলাকা পর্যন্ত চট্টগ্রামমুখী লেনে ২০ কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা।

বুধবার (২৮ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ সেতু এলাকায় গিয়ে এমন চিত্র দেখা করা যায়। সকাল ১০টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত যানজট কমেনি।

আব্দুল করিম নামের একজন চাকুরীজীবী বলেন, সকাল থেকে তীব্র যানজট। দীর্ঘ সময় ধরে বাসে বসে আছি। হয়তো আর কিছুক্ষণ অপেক্ষা করব। এরপর বাড়ি ফিরে যাব।

মিনারা বেগম নামের এক গার্মেন্টস কর্মী বলেন, প্রতিদিন ভোরে বের হয়ে সঠিক সময়ে কারখানায় চলে যাই। কিন্তু আজকে যানজটের কারণে ভেঙে ভেঙে যেতে হচ্ছে। এতে খরচ বেশি হচ্ছে।

আতাবুর মিয়া নামে এক বাসচালক বলেন, সকালে যাত্রাবাড়ী থেকে ২ ঘণ্টায় মদনপুর আসছি। এভাবে যানজট হলে আমাদের খরচের টাকাও উঠবে না।

কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের ট্রাফিক ইন্সপেক্টর আবু নাঈম বলেন, কী কারণে যানজট সৃষ্টি হয়েছে জানা নেই। যানজট নিরসনে চেষ্টা করে যাচ্ছি।

Views: 1

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..