ভারতের বিহার ও ঝাড়খন্ডের বন্যা পরিস্থিতির কারণে ফারাক্কা ব্যারেজের সব গেট খুলে দিয়েছে দেশটি। তবে এর প্রভাব পড়েনি রাজবাড়ী পদ্মা নদীতে। সোমবার সন্ধ্যা ৬টা থেকে আজ মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত জেলার তিনটি গেজ পয়েন্টেই কমেছে পদ্মা নদীর পানি এবং তিনটি পয়েন্টেই পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।
রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, সেনগ্রাম গেজ স্টেশন পয়েন্টে পানির বিপদসীমা ১০.৫২ সেন্টিমিটার হলেও সেখানে ৯.০৭ সেন্টিমিটারে প্রবাহিত হচ্ছে। এছাড়াও মহেন্দপুর গেজ স্টেশন পয়েন্টে পানির বিপদসীমা ৯.৭৫ সেন্টিমিটার হলেও সেখানে ৮.১১ সেন্টিমিটার ও দৌলতদিয়া গেজ স্টেশন পানির বিপদসীমা ৮.২০ সেন্টিমিটার হলেও সেখানে প্রবাহিত হচ্ছে ৬.৯০ সেন্টিমিটারে। এতে দেখা যায় রাজবাড়ীর তিনটি গেজ স্টেশন দিয়েই পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের (পওর বিভাগ) উপ-সহকারী পৌকশলী মো. হাফিজুর রহমান বলেন, রাজবাড়ীতে গত ১৫ ঘণ্টায় পদ্মায় পানি বাড়েনি। ফারাক্কা ব্যারেজের পানি রাজবাড়ীতে ঢুকলেও পানি খুব বেশি বাড়ার আশঙ্কা নেই। পানি ঢুকলে পদ্মা নদী বেষ্টিত কিছু নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। সবাইকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকতে হবে।
Views: 1
Leave a Reply