1. nasiralam4998@gmail.com : admi2017 :
বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৭:৫৮ অপরাহ্ন

আইন ভঙ্গ করলে শক্ত হাতে মোকাবিলা: ডিএমপি কমিশনার

  • আপডেট টাইম : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ৪৮ বার
ডিএমপি কমিশনার হাবিবুর রহমান

চলমান কোটা আন্দোলন ইস্যুতে আদালতের নির্দেশনা রয়েছে। আদালতের নির্দেশনা না মেনে কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করলে তা শক্ত হাতে মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

পবিত্র আশুরা উদযাপন ও তাজিয়া মিছিল উপলক্ষে সোমবার (১৫ জুলাই) হোসাইনী দালান ইমামবাড়া পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তর এসব কথা বলেন তিনি।

কমিশনার বলেন, ১৭ জুলাই তাজিয়া মিছিলসহ যত ধরনের আয়োজন আছে, সব নির্বিঘ্ন করতে প্রস্তুত প্রশাসন। সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

ডিএমপি কমিশনার বলেন, মিছিল ঘিরে উচ্চভবনগুলো থেকে নিরাপত্তা জোরদার করা হবে। সিসিটিভির মাধ্যামে পর্যাবেক্ষণের পাশাপাশি থাকবে তল্লাশি ও সাইবার চেকিং।

মিছিল ঘিরে জঙ্গি তৎপরতা রুখতে নজরদারি এরই মধ্যে বাড়ানো হয়েছে বলেও জানান পুলিশের এই শীর্ষ কর্মকর্তা। এছাড়া ছুরি, চাকু, দাহ্য পদার্থ নিষিদ্ধ, উচু পতাকা ব্যবহার না করার অনুরোধ জানানও তিনি।

Views: 9

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..