খুলনার পাইকগাছায় মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত ভ্যানের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।
বুধবার (৫ জুন) সকালে উপজেলার শিববাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের নাম-পরিচয় জানা গেছে। তিনি ভ্যানচালক ইসমাইল হোসেন (৬০)।
পাইকগাছা থানার ওসি ওবায়দুর রহমান বলেন, সকালে পাইকগাছার শিববাটি এলাকায় মোটরসাইকেল ও ভ্যানের সংঘর্ষ হয়। এ ঘটনায় ভ্যানচালক এবং মোটরসাইকেল চালক ও আরোহীর মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ভ্যান জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Views: 31
Leave a Reply