ভারতের লোকসভা নির্বাচনে ১০০টিরও বেশি আসনে জিততে চলেছে কংগ্রেস। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে দলটি মাত্র ৪৪টি আসন এবং ২০১৯ সালের নির্বাচনে ৫২টি আসনে জয় পেয়েছিল।
তার আগে ২০০৯ সালে ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্সের নেতৃত্বে ২০৬টি আসনে জিতে সরকার গঠন করেছিল কংগ্রেস।
এনডিটিভির খবরে বলা হয়েছে, ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার দল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় বসা ঠেকাতে গত বছরের জুনে ‘ইন্ডিয়া’ জোট গঠন করে কংগ্রেস।
আজ মঙ্গলবার ভারতের স্থানীয় সময় সকাল ১০টা পর্যন্ত ভোট গণনা অনুসারে, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ২৯৯টি আসন এবং বিরোধী ‘ইন্ডিয়া’ জোট ২২০টি আসন পেয়েছে। সরকার গঠন করতে ২৭২টি আসনে জয় প্রয়োজন।
Views: 17
Leave a Reply