এ সময়ের ব্যবসাসফল সিনেমা ‘প্রিয়তমা’। আরশাদ আদনানের ভার্সেটাইল মিডিয়ার প্রযোজনায় সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন ওপার বাংলার ইধিকা পাল। পরে একই প্রযোজনা প্রতিষ্ঠানের ‘রাজকুমার’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি।
এবার শাকিব খানের বিপরীতে নাজিফা তুষিকে নিয়ে আসছেন আরশাদ আদনান। সিনেমাটির নাম জানা না-গেলেও এটি প্রযোজনার পাশাপাশি নির্মাণ করবেন আরশাদ আদনান। তবে বিষয়টি নিয়ে সরাসরি কথা বলেননি চলচ্চিত্রসংশ্লিষ্ট কেউ।
সূত্রের খবরে জানা যায়, প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুটিংয়ের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন অপেক্ষা শাকিবের শিডিউলের। সিনেমাটি বিশ্বব্যাপী মুক্তি দেওয়া হবে। গল্প ও শুটিং লোকেশনেও থাকবে বৈচিত্র্য।
এ ছাড়া এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে টানা একের পর এক সিনেমা নির্মাণ হবে। বছরজুড়ে দর্শককে হলমুখী রাখতে ও বিশ্ববাজারে বাংলাদেশের সিনেমার বাজার ধরতে এমন সিদ্ধান্ত নিয়েছেন ভার্সেটাইল মিডিয়া।
Views: 13
Leave a Reply