চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট ওঠা-নামা বন্ধ ঘোষণা করা হয়েছে।
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বৈরি আবহাওয়া থাকার কারণে রোববার (২৬ মে) দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত বিমানবন্দরের ফ্লাইট অপারেশন বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ বলেন, ঘূর্ণিঝড় এবং চট্টগ্রাম বন্দরে ৯ নম্বর মহাবিপদ সংকেতের প্রেক্ষিতে আজ রোববার দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত বিমানবন্দরে ফ্লাইট ওঠা-নামা বন্ধ থাকবে। যদি কোনো কারণে আবহাওয়া অনুকূলে না থাকে তবে, সে বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে।
Views: 5
Leave a Reply