1. nasiralam4998@gmail.com : admi2017 :
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৯:৫০ পূর্বাহ্ন

ভারতে ফিল্মফেয়ার পুরস্কারে বাংলাদেশি তারকাদের দাপট

  • আপডেট টাইম : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ৬৬ বার

কলকাতায় অনুষ্ঠিত হয়ে গেল এবারের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪ এর জমকালো আসর। এবারের আসরে মনোনয়ন থেকে শুরু করে পুরস্কারেও বেশ দাপট দেখালেন বাংলাদেশি তারকারা।

এ বছর পাঁচজন অভিনয় ও সংগীতে মনোনয়ন পাওয়ার রেকর্ড করেন। এরমধ্যে তিনজনই পুরস্কার জিতেছেন।

শুক্রবার (২৯ মার্চ) ২০২৩ সালে টালিউডে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্য থেকে সেরাদের পুরস্কিত করতে কলকাতার আইটিসি রয়েল বেঙ্গলে বসেছিল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪ এর আসর। বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান, তাসনিয়া ফারিণ ও অভিনেতা সোহেল মন্ডল এ বছর ভারতের অস্কার খ্যাত ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতেছেন।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, এবারের আসরে দুইটি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিলেন জয়া আহসান। এর মধ্যে কৌশিক গাঙ্গুলির ‘অর্ধাঙ্গিনী’ সিনেমায় অনবদ্য অভিনয়ের কারণে পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছেন জয়া। এ নিয়ে চারবার ফিল্মফেয়ার জয় করলেন এই অভিনেত্রী।

‘আরও এক পৃথিবী’ সিনেমা জন্য তাসনিয়া ফারিণ সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কার জিতেছেন। আর ‘জঞ্জাল’ সিনেমার জন্য সেরা নবাগত অভিনেতা হয়েছেন সোহেল মন্ডল।

পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রীর হাতে পুরস্কার তুলে দেন টালিউড অভিনেত্রী শুভশ্রী ও তার স্বামী পরিচালক রাজ চক্রবর্তী। পরে পুরস্কার হাতে পেয়ে উচ্ছ্বসিত জয়া গণমাধ্যমকে বলেন, ‘সমালোচক আর জনপ্রিয় শাখায় এর আগে আমি পেয়েছি। কিন্তু এই শাখায় এটিই আমার প্রথম। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমার টিমের সবাইকে। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দর্শক, শুভানুধ্যায়ী এবং সাংবাদিক সবাইকে ধন্যবাদ আমাকে ভালোবাসা দেওয়ার জন্য।’

অভিনেত্রী তাসনিয়া ফারিন বলেন, ‘কলকাতায় এটা শুধু আমার প্রথম ছবিই নয়, ক্যারিয়ারের প্রথম ছবি। ধন্যবাদ ফিল্মফেয়ার, ধন্যবাদ এসকে মুভিজ। আমার ওপর আস্থা রাখার জন্য ধন্যবাদ নির্মাতা অতনু দাকে। দর্শকের প্রতি আমার অন্তহীন কৃতজ্ঞতা, এত ভালোবাসা ও সমর্থনের জন্য।’

সোহেল মণ্ডল বলেন, ‘যে সিনেমার জন্য সেরা নবাগত অভিনেতার পুরস্কার, সেই সিনেমার পরিচালক ইন্দ্রনীল দাদা ও পুরো মায়ার জঞ্জাল টিমের প্রতি আমার কৃতজ্ঞতা। পুরস্কারটি আমার সব থিয়েটার সহকর্মী ও বন্ধুদের প্রতি উৎসর্গ করলাম।’

এই তিনজন বাদেও এবারের আসরে আরও দুইজন বাংলাদেশি তারকা ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪’ এ মনোনয়ন পেয়েছিলেন। তারা হলেন- অভিনেত্রী অপি করিম ও সংগীতশিল্পী মাহতাম সাকিব। সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছিলেন অপি করিম। আর সেরা গায়কের তালিকায় মনোনয়ন পেয়েছিলেন মাহতাম সাকিব।

এক নজরে ফিল্মফেয়ার বাংলা ২০২৪-এর বিজয়ী তালিকা-

সেরা অভিনেতা: প্রসেনজিৎ চ্যাটার্জি (শেষপাতা)

সেরা অভিনেতা (সমালোচক): মিঠুন চক্রবর্তী (কাবুলিওয়ালা)

সেরা অভিনেত্রী: চূর্ণী গাঙ্গুলি (অর্ধাঙ্গিনী)

সেরা অভিনেত্রী (সমালোচক): স্বস্তিকা মুখার্জি (শিবপুর)

সেরা সহ অভিনেত্রী: জয়া আহসান (অর্ধাঙ্গিনী)

সেরা সহ অভিনেতা: অম্বরীশ ভট্টাচার্য (অর্ধাঙ্গিনী) ও কৌশিক গাঙ্গুলি (আরও এক পৃথিবী)

সেরা পরিচালক: অতনু ঘোষ (শেষ পাতা)

সেরা ছবি: অর্ধাঙ্গিনী (কৌশিক গাঙ্গুলি)

সেরা ছবি (সমালোচক): মায়ার জঞ্জাল (ইন্দ্রনীল রায়চৌধুরী)

সেরা নবাগত পরিচালক: সুমন্ত্র রায় (ঘাসজমি)

সেরা নবাগত অভিনেতা: সোহেল মণ্ডল (মায়ার জঞ্জাল)

সেরা নবাগতা অভিনেত্রী: তাসনিয়া ফারিণ (আরও এক পৃথিবী)

আজীবন সম্মাননা: প্রভাত রায়

সেরা সংলাপ: অতনু ঘোষ, (শেষ পাতা)

সেরা অরিজিন্যাল স্ক্রিপ্ট: ইন্দ্রনীল রায়চৌধুরী, সৌগত সিনহা (মায়ার জঞ্জাল)

সেরা মৌলিক গল্প: অতনু রায় (শেষপাতা)

সেরা সিনেমাটোগ্রাফি: ইন্দ্রনীল মুখোপাধ্যায় (মায়ার জঞ্জাল)

সেরা সাউন্ড ডিজাইন: শুভদীপ সেনগুপ্ত  (মায়ার জঞ্জাল)

সেরা প্রোডাকশন ডিজাইন: তন্ময় চক্রবর্তী (কাবুলিওয়ালা)

সেরা পোশকসজ্জা: ঋতুরূপা ভট্টাচার্য (মায়ার জঞ্জাল)

সেরা সম্পাদক: সুমিত ঘোষ (মায়ার জঞ্জাল)

সের গায়িকা: ইমন চক্রবর্তী (আলাদা আলাদা, অর্ধাঙ্গিনী) ও অবর্ণা রায় (মলয় বাতাসে, নীহারিকা)

সেরা গায়ক: অরিজিৎ সিং (ভাবো যদি, কাবুলিওয়ালা)

সেরা গীতিকার: অনুপম রায় (আলাদা আলাদা, অর্ধাঙ্গিনী)

সেরা মিউজিক অ্যালবাম: অনুপম রায় (দশম অবতার)

সেরা ব্র্যাকগ্রাউন্ড স্কোর: দেবজ্যোতি মিশ্র (শেষ পাতা)

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..