1. nasiralam4998@gmail.com : admi2017 :
মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ১০:১৫ পূর্বাহ্ন

সপ্তাহ শেষে কোহলির সঙ্গে শীর্ষে মোস্তাফিজ

  • আপডেট টাইম : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ৭০ বার

গেল ২২ মার্চ মাঠে গড়ায় আইপিএলের ১৭তম আসর। ইতোমধ্যে এক সপ্তাহ পার হয়েছে। মোট দশটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। দশটি দলের মধ্যে একমাত্র লক্ষ্ণৌ সুপার জায়ান্ট ছাড়া প্রত্যেক দলই কমপক্ষে দুটি করে ম্যাচ খেলেছে। আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু খেলেছে সর্বোচ্চ তিনটি ম্যাচ।

সপ্তাহ শেষে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় শীর্ষে আছেন বিরাট কোহলি। আর উইকেট সংগ্রহকারীদের তালিকায় শীর্ষে আছেন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান।

কোহলি শুক্রবার রাতে কলকাতার বিপক্ষে ৫৯ বলে ৮৩ রানের ইনিংস খেলেন। তাতে তিন ম্যাচে তার মোট রান হয়েছে ১৮১। গড় ৯০.৫০ ও স্ট্রাইক রেট ১৪১.৪১। এই রান নিয়ে কোহলি আছেন সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় শীর্ষে। তার পরেই রয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের হেনরিক ক্লাসেন। তিনি দুই ম্যাচ খেলে করেছেন ১৪৩ রান। গড় ১৪৩, স্ট্রাইক রেট ২২৬.৯৮।

অন্যদিকে মোস্তাফিজুর রহমান দুই ম্যাচ খেলে ৮ ওভারে ৫৯ রান দিয়ে নিয়েছেন সর্বোচ্চ ৬টি উইকেট। ইকোনোমি ৭.৩৭। আর গড় ৯.৮৩। সেরা বোলিং ফিগার ২৯ রানের বিনিময়ে ৪ উইকেট। তার পেছনে আছেন কলকাতা নাইট রাইডার্সের হরশিত রানা। তিনি দুই ম্যাচ খেলে নিয়েছেন ৫ উইকেট। ইকোনোমি ৯, গড় ১৪.৪০। সেরা বোলিং ফিগার ৩৩ রানের বিনিময়ে ৩ উইকেট।

শীর্ষ পাঁচ রান সংগ্রাহক:
১. বিরাট কোহলি: ৩ ম্যাচে ১৮১ রান,
২. হেনরিক ক্লাসেন: ২ ম্যাচে ১৪৩ রান,
৩. রিয়ান প্রাগ: ২ ম্যাচে ১২৭ রান,
৪. সঞ্জু স্যামসন: ২ ম্যাচে ৯৭ রান,
৫. অভিষেক শর্মা: ২ ম্যাচে ৯৫ রান।

শীর্ষ পাঁচ উইকেট শিকারি:
১. মোস্তাফিজুর রহমান: ২ ম্যাচে ৬ উইকেট,
২. হরশিত রানা: ২ ম্যাচে ৫ উইকেট,
৩. আন্দ্রে রাসেল: ২ ম্যাচে ৪ উইকেট,
৪. হারপ্রিত ব্রার: ২ ম্যাচে ৩ উইকেট,
৫. জাসপ্রিত বুমরাহ: ২ ম্যাচে ৩ উইকেট।

আগামীকাল রোববার (৩১ মার্চ) রাতে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে মোস্তাফিজ-পাথিরানাদের চেন্নাই সুপার কিংস।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..