1. nasiralam4998@gmail.com : admi2017 :
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০১:২৮ পূর্বাহ্ন

কুয়াকাটার সৈকতে হাজার হাজার মৃত জেলিফিশ

  • আপডেট টাইম : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ১০৭ বার

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে হাজার হাজার মৃত জেলিফিশ। গত কয়েকদিন ধরে সৈকতের তিন নদীর মোহনাসহ বিভিন্ন পয়েন্টে এসব মৃত জেলিফিশের দেখা মেলে। মরা জেলিফিশের পঁচা দুর্গন্ধে অনেকটা বিরক্ত পর্যটকসহ স্থানীয়রা।

জেলেরা জানান, সাগরে জেলিফিশের পরিমাণ বেড়ে যাওয়ায় গত দুই সপ্তাহ ধরে মাছ ধরা বন্ধ রেখেছেন।

বঙ্গোপসাগরে মাছ শিকারী মহিপুরের জেলে ইয়াসিন মিয়া জানান, প্রায় এক সপ্তাহ ধরে সাগরে প্রচুর পরিমাণে জেলিফিশ বেড়েছে। জাল ফেললেও মাছের পরিবর্তে জেলিফিশ উঠে আসছে। এগুলোকে আমরা নোনা বলি। নোনা গায়ে লাগলে চুলকানিসহ বিভিন্ন রোগ হয়। তাই আমরা আপাতত মাছ ধরা বন্ধ রেখেছি।

কুয়াকাটার লেম্বুরবন সৈকত সংলগ্ন এলাকার বাসিন্দা হাফেজ মিয়া জানান, গত বছরও সৈকতে মৃত জেলিফিশ ভেসে এসেছিলো। তবে এ বছর পরিমাণ অনেক বেশি। এগুলো ভেসে এসে পঁচতে শুরু করে। তখন প্রচুর দুর্গন্ধ আসে। বর্তমানে সাগর পাড়ে জেলিফিসের প্রচুর দুর্গন্ধ ভাসছে।

ওয়ার্ল্ড ফিসের জীববৈচিত্র্য গবেষক সাগরিকা স্মৃতি জানান, কচ্ছপের প্রধান খাবার জেলিফিশ। সমুদ্রে কচ্ছপের পরিমাণ কমে যাওয়া অথবা সাগরের গভীরে অক্সিজেন হ্রাসের সঙ্গে তাপমাত্রা বেড়ে যাওয়ায় জেলিফিশের সংখ্যা বাড়তে পারে। এছাড়া সাগরে জেলিফিশ বাড়ার আরও অন্যান্য কারণও থাকতে পারে। তবে অক্সিজেন বাড়লে এবং তাপমাত্রা কমলে হয়তো আগামী ১৫ দিনের মধ্যে জেলিফিশের পরিমাণ কমতে পারে।

Views: 5

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..