যশোরের শার্শা উপজেলার শিকারপুর সীমান্ত দিয়ে নিহত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সিপাহী রইশুদ্দীনের মরদেহ হস্তান্তর করা হয়েছে।
বুধবার (২৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে মরদেহ হস্তান্তর করে বিএসএফ। এসময় উপস্থিত ছিলেন যশোর ৪৯ বিজিবির সিও লেফটেন্যান্ট কর্নেল হাসান আহমেদ জামিল ও ভারতীয় বিএসএফের ১০৭ ব্যাটালিয়নের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
বিজিবি জানায়, বিএসএফের কাছ থেকে রইশুদ্দীনের মরদেহ গ্রহণের পর যশোর জেনারেল হাসপাতালের মর্গে নেওয়া হয়। ময়নাতদন্ত শেষে সেখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় ৪৯ ব্যাটালিয়নের সদর দপ্তরে। সেখানে বাদ যোহর অনুষ্ঠিত হয় জানাজা। পরে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। লাশ গ্রহণ করেন রইশুদ্দীনের ভাই মাসুম রেজা বাবু।
উল্লেখ্য, গত সোমবার (২২ জানুয়ারি) ভোররাতে বেনাপোলের ধান্যখোলা সীমান্তে বিজিবির সৈনিক রইশুদ্দীনকে গুলি করে হত্যা করে বিএসএফ।
Views: 5
Leave a Reply