হবিগঞ্জ-৪ আসনে রাস্তা বন্ধ করে নির্বাচনি জনসমাবেশ করার অভিযোগে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২ জানুয়ারি) তাকে এ নোটিশ দেন এ আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও হবিগঞ্জ আদালতের সিনিয়র সহকারী জজ সবুজ পাল।
শুক্রবারের (৫ জানুয়ারি) মধ্যে নিজে গিয়ে অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিতভাবে ব্যাখ্যা দাখিল করার জন্য তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচনি অনুসন্ধান কমিটির দেওয়া চিঠিতে বলা হয়, গত মঙ্গলবার বিকেলে চুনারুঘাট মধ্যবাজারে পূবালী ব্যাংকের মোড় থেকে মুক্তিযোদ্ধা চত্ত্বর পর্যন্ত পুরো রাস্তা বন্ধ করে মাহবুব আলীর নির্বাচনি সমাবেশ আয়োজন করা হয়। এসময় নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর বিধি-০৬ (ঘ) ভঙ্গ করা হয় বলে নির্বাচনি অনুসন্ধান কমিটির কাছে প্রতীয়মান হয়েছে।
এ অবস্থায় আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ৫ জানুয়ারির মধ্যে নির্বাচনি অনুসন্ধান কমিটির কাছে লিখিত ব্যাখ্যা দিতে হবে। পত্রের অনুলিপি বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।
Views: 2
Leave a Reply