গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার বন্দিদের মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোটে অংশ নেওয়ার জন্য কোনো কারাবন্দি আগ্রহ দেখাননি। নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো বন্দি পোস্টাল ব্যালটে ভোট দিতে আবেদন করেননি।
কারাগার সূত্রে জানা গেছে৷ কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের চারটি অংশে বন্দি আছে প্রায় সাড়ে আট হাজার। তারা কেউ আবেদন করেননি।
প্রতিবারের মতো এবারও কারাগারে আটক বন্দিদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ দিয়েছিল নির্বাচন কমিশন। পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার আবেদনের শেষ সময় ছিল ৩০ ডিসেম্বর। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে কারাগারে কোনো বন্দি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার আবেদন করেননি।
এর আগে এ বিষয়ে পরিপত্র জারি করেছিল নির্বাচন কমিশন। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ২৭ অনুচ্ছেদ অনুযায়ী ভোট দেওয়ার সুযোগ ছিল কারাবন্দিদের।
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা বলেন, এই কারাগারে ২ হাজার ৬৯৪ জন বন্দি আছে। তাদের ভোট দেওয়ার ব্যবস্থাও আছে। কিছু নিয়মকানুন মেনে রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করতে হয়। আমরা কারাগারে বন্দিদের জানিয়েছিলাম, কিন্তু তাদের মধ্য থেকে কেউ আবেদন করেননি।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের পার্ট-১ ও কেন্দ্রীয় মহিলা কারাগারের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদ জানান, কারাগারে বন্দিদের পোষ্টাল ব্যালটের ভোটের বিষয়ে আমরা কোনো নির্দেশনা পাইনি। আমাদের কাছে মৌখিক বা লিখিত আদেশও আসেনি। তাই বন্দিদের এ বিষয়ে আমরা কিছু বলিনি সাথে বন্দিরাও আমাদেরকেও ভোটের বিষয়ে কিছু বলেনি।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ প্রায় ৩ হাজার ৫০০ এর বেশি বন্দি আছে। ওই কারাগারের সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম বলেন, আমাদের এখানে কোনো বন্দি পোস্টাল ব্যালটে ভোট দিতে আগ্রহ প্রকাশ করেনি। আমরা বিষয়টি জানানোর পরও তাদের কাছ থেকে আবেদন পাওয়া যায়নি।
Views: 5
Leave a Reply