1. nasiralam4998@gmail.com : admi2017 :
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৬:১২ অপরাহ্ন

যারা হরতাল দিচ্ছে তারাই ট্রেনে নাশকতা করেছে: ডিএমপি কমিশনার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ১২৪ বার

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, যারা অবরোধ-হরতাল দিচ্ছে তারাই রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ ট্রেনে নাশকতা করেছে। এর আগেও তারা এভাবে ট্রেনে নাশকতা করেছে।

ট্রেনে নাশকতায় আহতদের দেখতে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা হরতাল-অবরোধ ডেকেছে তারাই ট্রেনে আগুন দিয়েছে।

এদিন ভোর ৫টায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এতে মা ও শিশুসন্তানসহ চার যাত্রী নিহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে।

তারা হলেন-নাদিয়া আক্তার পপি (৩৫) ও তার শিশুসন্তান ইয়াসিন (৩)। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সকাল পৌনে ৭টার দিকে আগুন নেভায়।

এদিকে, মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে নাশকতার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলপথ মন্ত্রণালয়। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়।

Views: 2

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..