সোমবার (১৮ ডিসেম্বর) ঢাকা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আনিসুর রহমান এসব প্রতীক বরাদ্দ করেন।
এতে আওয়ামী লীগ মনোনীত ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. মো. এনামুর রহমান নৌকা প্রতীক পেয়েছেন। নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে একক আসনে সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হওয়া তালুকদার মো. তৌহিদ জং মুরাদ এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক পেয়েছেন।
এছাড়া গণ ফ্রন্টের নুরুল আমীন মাছ, তৃণমূল বিএনপির মাহবুবুল আলম সোনালী আঁশ, বাংলাদেশ কংগ্রেসের মিলন কুমার ভঞ্জ ডাব, গণফ্রন্টের নুরুল আমীন মাছ, স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলাম ট্রাক, বাংলাদেশ জাতীয় পার্টির আইরিন পারভীন কাঁঠাল, এনপিপির ইসরাফিল হোসেন সাভারী আম, বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. জুলহাস একতারা, বিএনএমের সাইফুল ইসলাম মেম্বার নোঙ্গর প্রতীক পেয়েছেন।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, আগামি ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
Views: 7
Leave a Reply