1. nasiralam4998@gmail.com : admi2017 :
মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৬:০৮ পূর্বাহ্ন

বিয়ের মৌসুমে শাড়ির আলাপ

  • আপডেট টাইম : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৮ বার

বিয়েতে কোন শাড়ি চাই? কাতান নাকি কাঞ্জিভরম। সিল্ক নাকি মটকা। ভাবনার এলোমেলো উত্তর পেরিয়ে বেছে নেওয়া যেতে পারে বেনারসী শাড়ি। কথা হোক কালার নিয়ে।

মিডিয়ার কল্যাাণে টালিউড, বলিউড আমাদের ঘরের পাশেই যেন। তাই প্রভাব না পড়ে আর যাবে কোথায়। বাঙালি নারীর বিয়ের শাড়ি কেমন হবে তার অনেকখানি নির্ভর করে বাঙালি ডিজাইনার সব্যসাচীর ওয়েডিং কালেকশন-এর ওপর।

দেখা যাচ্ছে, বাংলার নারীদের বিয়ের শাড়িতে ঘুরে ফিরে জায়গা করে নিচ্ছে মসলিন, অরগাঞ্জা ও টিস্যুর বুনন। মনে পড়ে? আলিয়া ভাট বেছে নিয়েছিলেন বাঙালি ডিজাইনার সব্যসাচী মুখার্জির ডিজাইন করা হ্যান্ড-ডাইড আইভরি অরগাঞ্জা শাড়ি। আর সেই শাড়িতে ফুটে উঠেছিল প্রজাপতি আর ফুলের মোটিফ। স্নিগ্ধ লুকে মাত করে দিয়েছিলেন এই বলিউড ডিভা। বিয়ের শাড়িতে তাই সিগ্ধতা জায়গা করে নিয়েছে। এই মৌসুমে সিগ্ধতা যে রাজত্ব করবে তা অনায়াসে বলা যায়।

সব মিলিয়ে কালার প্যালেটে শুধুমাত্র লালের আধিপত্য নেই, এর পাশাপাশি সোনালি, সবুজ, নীল ও গোলাপী রঙের শেডগুলিও প্রাধান্য পাচ্ছে।

বিয়ের শাড়িতে থাকছে আইভরি আর প্যাস্টেলের শেড। আবার দেখা যাচ্ছে মিন্ট, পিচ, অফ হোয়াইট, ডাস্টি রোজ অথবা লাইট গোল্ডেন।

আর যদি লালের কথা আসি, ক্রিমজন রেড শেডটা বেশি দেখা যাচ্ছে কনের শাড়িতে। পাশাপাশি ডিজাইনে যুক্ত পশ্চিমা ফিউশন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..