দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে বিরত থাকতে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে সপরিবারে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এ অভিযোগে তার ব্যক্তিগত সহকারী বাদি হয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি বলেন, জি এম কাদেরের পক্ষে তার ব্যক্তিগত সহকারী আবুল হাসান বাদি হয়ে ১৪ ডিসেম্বর জিডি করেছেন। একজন তদন্ত কর্মকর্তা তদন্ত-পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।
জিডিতে উল্লেখ করা হয়, জি এম কাদেরের নম্বরে অজ্ঞাতনামা এক ব্যক্তি মেসেজ দিয়ে নির্বাচন থেকে বিরত থাকতে হুমকি দেন। সেখানে বলা হয়েছে আসন্ন জাতীয় নির্বাচন থেকে সরে না আসলে তাকে ও দেশ-বিদেশে অবস্থান করা তার পরিবার পরিজনকে হত্যা করা হতে পারে।
Views: 4
Leave a Reply