যারা জ্বালাও-পোড়াও করে, রেললাইন তুলে ফেলে মানুষ হত্যা করে, তাদেরকে ‘একাত্তরের পরাজিত শক্তির দালাল’ অভিহিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদেরকে বর্জন করতে দেশের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, হত্যাকারীরা কখনো গণতন্ত্র দিতে পারে না, এটা জনগণকে বুঝতে হবে। রেললাইন কেটে মানুষ হত্যা করে তারা কোন গণতন্ত্র দেবে? যারা জ্বালাও-পোড়াও করে, রেললাইন তুলে ফেলে, তারা একাত্তরের পরাজিত শক্তির দালাল, পরাজিত শক্তির দোসর। এদেরকে ‘না’ বলুন। এদের বাংলাদেশের রাজনীতি করারই কোনো অধিকার নেই। জঙ্গি, সন্ত্রাসী, দুর্নীতিবাজদের এ দেশে রাজনীতি করার অধিকার নেই।
Views: 6
Leave a Reply