1. nasiralam4998@gmail.com : admi2017 :
রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৯:৫২ অপরাহ্ন

বুবলীর শ্রদ্ধা, অপুর খোঁচার রহস্য কী?

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ১১১ বার

শাকিব খানকে কেন্দ্র করে অপু বিশ্বাস ও বুবীলর দ্বন্দ্ব পুরনো। মাঝেমধ্যেই এ বিষয়ে ফেসবুকে ইঙ্গিতপূর্ণ পোস্ট দেন তারা। কিছুদিন আগে সংগীতশিল্পী তাপসকে জড়িয়ে প্রেমের গুঞ্জন ওঠে বুবলীর। মূলত এই গুঞ্জনের সূত্রপাত তাপসের স্ত্রী ফারজানা মুন্নির ফেসবুক পোস্ট থেকে।

এরপর সোশ্যাল মিডিয়ায় মুন্নির কল রেকর্ড ভাইরাল হয়। মুন্নি-অপুর এই কথোপকথনে বুবলীকে নিয়ে নানান তথ্য ফাঁস করেন মুন্নি। বিষয়টি নিয়ে এতদিন চুপ থাকলেও এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মুন্নি। আর এ কারণেই শ্রদ্ধা জানান বুবলী। অন্যদিকে ফেসবুক ওয়ালে খোঁচা দিয়ে পোস্ট দিয়েছেন অপু বিশ্বাস।

ফারজানা মুন্নী একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে সরাসরি জানিয়েছেন, অপু বিশ্বাস তার অনুমতি না নিয়েই কলটি রেকর্ড করেছেন।

ফারজানা মুন্নী বলেন, ‘বেশ কিছু ঘটনাকে কেন্দ্র করে আমি মেন্টালি ডিস্টার্বড ছিলাম। একদিন রাত তিনটার দিকে আমার নম্বরে অপু বিশ্বাস কল দেন। সে আমাকে জানান, তার জীবনে বুবলী কী কী করেছেন। অপুর কথা শুনে আমি কনফিউজড হয়ে যাই। ভাবতে শুরু করি, তাহলে কি বুবলী আমার সঙ্গেও এমন কিছু করবে?’
মুন্নীর কথায়, ‘যেহেতু আমি মেন্টালি ডিস্টার্বড ছিলাম, সেটা বুঝেই অপু বিশ্বাস আমাকে একের পর এক প্রশ্ন করে গেছে। আমি উত্তর দিয়েছি। কিন্তু কখনো ভাবিনি সে আমাদের কলটা রেকর্ড করবে। পুরো বিষয়টি আমি তখন টেরও পাইনি। যে ক্লিপটা ভাইরাল হয়েছে, সেটা কিন্তু এডিট করা। সেখানে শুধু আমার কথা বলার অংশটুকুই রাখা হয়েছে। এ ঘটনায় আমি কষ্ট পেয়েছি।’

ফারজানা মুন্নী বলেন, ‘তাদের সবকিছু ঠিক করার জন্য আমাকে ব্যবহার করা হয়েছে। কাউকে ব্যবহার করে সম্পর্ক ঠিক করা যায় না। আমি তো একজন মেয়ে হিসেবে অপু বিশ্বাসের সঙ্গে কথা বলেছি। সে প্রশ্ন করেছে, উত্তর দিয়েছি। এমন ঘটনা সত্যিই দুঃখজনক।’

তাপস-মুন্নী দম্পতির ওই সাক্ষাৎকারটি ফেসবুকে শেয়ার করে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বুবলী লিখেছেন, ‘আমাদের ইন্ডাস্ট্রির সবচেয়ে মার্জিত দম্পতি! কৌশিক হোসেন তাপস ভাইয়া ও ফারজানা মুন্নী আপুর প্রতি শ্রদ্ধা রইল।’

এদিকে এই সাক্ষাৎকার প্রকাশের পরেই বুধবার মধ্যরাতে ফেসবুকে রহস্যময় এক স্ট্যাটাস দিয়েছেন অপু বিশ্বাস। স্ট্যাটাসে এক থেকে তিন ক্রমবিন্যাস করে অট্টহাসির প্রতিক্রিয়ায় এই নায়িকা লিখেছেন, ‘মানুষ হয়ে বিপদে আছি। চারপাশে সব ফেরেশতা। এতদিন আমার আবেগ কাজ করেছে, বিবেক কাজ করেনি। স্ক্রিপ্ট অনেক দুর্বল।’

Views: 7

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..