রাজধানীর ক্যান্টনমেন্ট ইসিবি চত্বর থেকে অজ্ঞাত এক এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ক্যান্টনমেন্ট থানার উপ-পরিদর্শক (এসআই ) মো. শামীম বলেন, আমরা ৯৯৯ খবর পেয়ে সকালের দিকে ক্যান্টনমেন্ট ইসিবি চত্বর থেকে এক ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে আসি। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, নিহতের নাম পরিচয় এখনও জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। সিআইডির ক্রাইম সিনকে খবর দেওয়া হয়েছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
Views: 9
Leave a Reply