জামালপুরে রেলক্রসিংয়ে উঠে আসা পুলিশভ্যানে ঢাকাগামী কমিউটার ট্রেনের ধাক্কায় এক কনস্টেবলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরিফুল ইসলাম নামের অপর এক পুলিশ সদস্য। আশঙ্কাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাব্বত কবির বলেন, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমিউটার ট্রেন জামালপুর শহরের শেখেরভিটা রেলক্রসিংয়ে পুলিশভ্যানে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক পুলিশ কনস্টেবল নিহত ও একজন আহত হন।
তিনি আরও বলেন, শেখেরভিটা রেলক্রসিংয়ে গেট ব্যারিয়ার নামানো না থাকায় এ দুর্ঘটনা হয়েছে। ওই গেটের দায়িত্বরত গেটম্যান আব্দুল হামিদ পলাতক রয়েছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Views: 8
Leave a Reply