তামিম ইকবাল বাংলাদেশের ক্রিকেটের আলোচিত নাম। বিশেষ করে চলতি বছরে। অবসরে যাওয়া, অবসর ভেঙে আবার ফেরা, বিশ্বকাপ দলে সুযোগ না পাওয়া, সাকিবের সঙ্গে কথার লড়াই; সবকিছু মিলিয়ে তামিম বেশ চর্চিত নাম।
আজ তিনি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে এক আলোচনায় বসেছিলেন। সেখানে নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এরপর সন্ধ্যায় তামিম বিসিবি সভাপতির সঙ্গে সাক্ষাৎ সংক্রান্ত ও তার ভবিষ্যত নিয়ে কথা বলেছেন নিজ বাসভবনে। সেখানে জানিয়েছেন জানুয়ারিতে তার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। আর বিপিএল দিয়ে ক্রিকেটে ফিরতে যাচ্ছেন।
তামিম বলেন, ‘আজকের মিটিংয়ের পর একটা বার্তা দেওয়া গুরুত্বপূর্ণ ছিল। আমি ক্ষমা চাচ্ছি যে, খেলার একদিন আগে তা বলতে হচ্ছে। বাংলাদেশ দল ও আমার জন্যেও তা গুরুত্বপূর্ণ যে এটার প্রভাব খেলায় না পড়ুক।’
তিনি আরও বলেন, ‘আমার ভবিষ্যত নিয়ে একটা সিদ্ধান্ত আমি অবশ্যই নিয়ে ফেলেছিলাম। এটা কম-বেশি সবাই জানেন। আমার একটা বোঝাপোড়া ছিল। বোর্ডের জন্য অপেক্ষা ছিল এতোদিন। আমার কী কী সমস্যা ছিল এসব নিয়ে কথা হয়েছে। আমি বলেছি আমি কী করতে চাই। জানুয়ারি পর্যন্ত উনি (নাজমুল হাসান পাপন) আমাকে থামতে বলেছেন।’
ক্রিকেটে ফেরার বিষয়ে তামিম বলেন, ‘আমি হয়তো বিপিএল দিয়ে ক্রিকেটে ফিরবো। এরপর আপনারা জানতে পারবেন। বিসিবি সভাপতির সঙ্গে অনেক কিছু নিয়ে আলোচনার পর আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। উনারা যা বলেছেন সেটার সম্মান রাখতে হবে আমাকে। আমি আজকেই বলে দিতে পারতাম। কিন্তু যেহেতু একটা কথা হয়েছে সেটা রাখতে হবে। এর চেয়ে বেশি কিছু বলার নেই।’
Views: 5
Leave a Reply