আঙুলের চোটে সাকিব আল হাসান নিউ জিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে নেই। দিল্লিতে বিশ্বকাপের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আঙুলে চোট পান বাংলাদেশের অধিনায়ক। চোট নিয়ে ব্যাটিং করলেও সাকিব ছিটকে যান লম্বা সময়ের জন্য। সিলেট এবং ঢাকা দুই টেস্টে সাকিবকে পাচ্ছে না বাংলাদেশ।
আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। রাজনীতির মাঠে নেমে পড়ায় সাকিবকে ডিসেম্বরে নিউ জিল্যান্ডে ফিরতি সফরেও পাওয়া যাবে না তা নিশ্চিত। জাতীয় দলের অধিনায়ক, সেরা ক্রিকেটারের অনুপস্থিতি নিশ্চিতভাবেই অনুভব করবে দল। নতুন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নিজের প্রথম সংবাদ সম্মেলনে সেটাই বললেন, ‘হ্যাঁ সাকিব ভাইকে আমরা অবশ্যই মিস করবো। প্রত্যেকটা খেলোয়াড়ই মিস করবে।’
ভোটের মাঠে সাকিবের পদচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে গতকাল থেকেই। তবে জাতীয় দলের খোঁজখবরও রাখছেন। রোববার রাতে অধিনায়কের সঙ্গে ফোনে কথা হয়েছে তার। দলের বাকিদেরও জানিয়েছেন অভিনন্দন। দিয়েছেন পরামর্শ। শান্ত বললেন, ‘দলের ব্যাপারে উনি (সাকিব) গতকালকে ফোন করেছিলেন রাতে। তার সঙ্গে কথা হয়েছে। অভিনন্দন জানিয়েছেন। সব খেলোয়াড়দের শুভকামনা জানিয়েছেন ভালো করার। বলেছেন, আমরা যেই জিনিসটা পারি ওই জিনিসটাই যেন করি। এই তো…এরকমই কথা হয়েছে।’
রাজনীতির মাঠে সাকিবের বিচরণ শুরু হলো। আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব যেমন দাপিয়ে বেড়িয়েছেন, রাজনীতির মাঠেও এমন কিছু করবেন বলেই বিশ্বাস জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার। পাঁচ বছর আগে সাকিবের মতোই তার রাজনীতির ক্যারিয়ার শুরু হয়েছিল। সাংসদ নির্বাচিত হওয়ার পর নড়াইলের আর্থ-সামাজিক অবস্থান পরিবর্তন, অবকাঠামো উন্নয়ন, রাস্তাঘাটের নির্মাণ ও সর্বোপরি জনগনের শতভাগ সুযোগ-সুবিধা নিশ্চিত করে মন জয় করে নিয়েছেন মাশরাফি। তাইতো তাকে আবারও নড়াইল-২ আসন থেকে মনোনয়ন দিয়েছে আওয়ামীলীগ।
খেলার মাঠ থেকে রাজনীতির বিশাল ক্যানভাস। সাকিবের যাত্রা খেলার মাঠের মতোই বিশাল হোক এমনটাই চাওয়া মাশরাফির। সাকিবকে শুভকামনা জানিয়ে রোববার (২৬ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাশরাফি লিখেন, ‘ক্রিকেটের মতোই বিশাল হোক তোর এই পথচলা…শুভকামনা নেতা।’
Views: 3
Leave a Reply