দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্তদের তালিকা রোববার (২৬ নভেম্বর) বিকেলে প্রকাশ করা হবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এর আগে সকালে দলের সব মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করবেন দলীয় ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা। তার সরকারি বাসভবন গণভবনে এই সভা অনুষ্ঠিত হবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গত ১৮ থেকে ২১ নভেম্বর পর্যন্ত চার দিন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন ৩ হাজার ৩৬২ জন মনোনয়নপ্রত্যাশী। মনোনয়ন ফরম বিক্রি করে দলটির আয় হয়েছে ১৬ কোটি ৮১ লাখ টাকা।
Views: 6
Leave a Reply