আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন চিত্রনায়িকা শারমিন আক্তার নিপা ওরফে মাহিয়া মাহি। সোমবার (২০ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ফরম জমা দেন তিনি।
চিত্রনায়কা মাহি বলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে নৌকা প্রতীকে নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছিলাম। মনোনয়নপত্র জমা দিয়েছি। বাকিটা এখন নেত্রীর ওপর নির্ভর করছে। তিনি যেটা ভালো মনে করবেন সেটাই করবেন। এই আসন থেকে নির্বাচনে করতে আমি প্রস্তত।
প্রসঙ্গত, চলতি বছরের শুরুর দিকে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে অনুষ্ঠিত হওয়া উপনির্বাচনে নৌকা প্রতীকের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করে আলোচনায় আসেন চিত্রনায়কা মাহিয়া মাহি। পরে তিনি দলীয় মনোনয়ন না পেলেও জেলা আওয়ামী লীগের জেলা সভাপতি জিয়াউর রহমানের পক্ষ নিয়ে নৌকা প্রতীকের পক্ষে কাজ করেন।
Views: 6
Leave a Reply