রাজধানীর খিলগাঁওয়ে রাস্তা পারাপারে সময় লরির ধাক্কায় বিলকিস আক্তার (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে দশটার দিকে খিদমাহ হাসপাতালের সামনের রাস্তায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতের স্বামী আব্দুর রউফ বলেন, ‘শনিবার রাতে আমি ও আমার স্ত্রী দুজন হেঁটে খিদমাহ হাসপাতালের সামনে রাস্তা পার হচ্ছিলাম। এ সময় দ্রুতগামী একটি লরি আমার স্ত্রীকে ধাক্কা দেয়। এতে আমার স্ত্রী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার করা হয়। সেখান থেকে ঢামেকে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।’
Views: 1
Leave a Reply