1. nasiralam4998@gmail.com : admi2017 :
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৩:৫০ পূর্বাহ্ন

গোপালগঞ্জে নৈশকোচে ডাকাতি, ১২ যাত্রীর সর্বস্ব লুট

  • আপডেট টাইম : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ৯৪ বার

গোপালগঞ্জে একটি নৈশকোচে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় অস্ত্রের মুখে জিম্মি করে ১২ যাত্রীর সর্বস্ব লুট করে নিয়েছে ডাকাতদল।

শুক্রবার (১০ নভেম্বর) রাতে ফাল্গুনী পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে। মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

যাত্রীরা জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ফাল্গুনী পরিবহনের একটি বাস ছেড়ে আসে। ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর জেলার নগরকান্দা পৌঁছালে একদল ডাকাত দেশীয় অস্ত্রের মুখে বাসের চালক, হেলপার ও যাত্রীদের জিম্মি করে ফেলে। এসময় বাসের ১২ যাত্রীর কাছে থাকা মোবাইল ও নগদ টাকা নিয়ে ডাকাতদল পালিয়ে যায়।

ওসি আশরাফুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের তাদের গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হয়। বাসের চালক ও হেলপারকে জিজ্ঞাসাবাদ করেছি। তবে এ ঘটনার সাথে তাদের সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় ছেড়ে দেওয়া হয়েছে। ডাকাতদের ধরতে অভিযান অব্যাহত আছে।

Views: 4

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..