বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের কোনো প্রভাব নেই বন্দরনগরী চট্টগ্রামে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে সব ধরনের যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করতে দেখা গেছে। একইসঙ্গে চলছে দূরপাল্লার যানবাহন। গাড়ির চাপ বাড়ায় নগরীর বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে যানজট।
নগরীর চান্দগাঁও এলাকার মারসা পরিবহনের কাউন্টারে দায়িত্বরত সাব্বির বলেন, চট্টগ্রাম-কক্সবাজার সড়কে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। যাত্রীর চাপও রয়েছে।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) নোবেল চাকমা বলেন, নগরীতে যান চলাচলসহ নগরজীবন স্বাভাবিক রয়েছে। সব ধরনের গণপরিবহন চলাচল করছে। নগরীর আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রতিটি মোড়ে সতর্ক অবস্থানে রয়েছে।
এদিকে, বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের সমর্থনে চট্টগ্রাম নগরীর কোথাও মিছিল-পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি।
Views: 1
Leave a Reply