বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফা অবরোধ প্রতিরোধে রাজধানীর রাজপথ থেকে অলিগলিতে আরও বেশি সক্রিয় হয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। অবরোধের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল সমাবেশের পর সতর্ক অবস্থান কর্মসূচি পালন করছেন দলটির নেতাকর্মীরা। তারা বলছেন, বিএনপি-জামায়াতের নাশকতার রাজনীতি প্রতিহত করতে তারা মাঠে আছেন এবং থাকবেন।
অবরোধ কর্মসূচির প্রতিবাদে ঢাকা মহানগরে ২৪টি থানার ৭৫টি ওয়ার্ডে সতর্ক অবস্থান নিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। অবরোধের শুরুতে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে মিছিল বের করা হয়। মিছিলে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান সিরাজ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েতুল ইসলাম স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিরাজ হোসেন, সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির, আইনবিষয়ক সম্পাদক মোহাম্মদ জগলুল কবির, দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক চৌধুরী সাইফুন্নবী সাগর, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
অবরোধ প্রতিহত করতে ঢাকা-৫ আসনের বিভিন্ন সড়কে মিছিল-সমাবেশ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন। মিছিলটি যাত্রাবাড়ীতে শুরু হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে আবার যাত্রাবাড়ীতে এসে শেষ হয়। পরে সেখানে নেতাকর্মীদের নিয়ে সতর্ক অবস্থান কর্মসূচি পালন করেন তিনি। এ সময় যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ নেতা এম এ মান্নান, ডেমরা থানা আওয়ামী লীগের নেতা সিফাত সাদেকীন চপল, কদমতলী থানা আওয়ামী লীগের নেতা শারমিন রহমান কাকলি, ৫০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলো, সাধারণ সম্পাদক ইমন প্রমুখ উপস্থিত ছিলেন।
কামরুল হাসান রিপন বলেন, বিএনপি-জামায়াত সন্ত্রাসী কর্মকাণ্ড করে নির্বাচনের পরিবেশ নষ্ট করতে চায়। তারা জানে, নির্বাচনে জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হবে, এজন্য নির্বাচন ভণ্ডুল করতে আতঙ্কের পরিবেশ তৈরি করতে চায়। কিন্তু, আওয়ামী লীগের নেতাকর্মীরা থাকতে তাদের সেই ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না। নির্বাচন সুষ্ঠুভাবে হবে এবং জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের প্রতিনিধি নির্বাচন করবে। জানমালের ক্ষতি করতে চাইলে বিএনপি-জামায়াতকে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
রাজধানীর বাড্ডায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি করেছে যুবলীগ। এতে নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) জাকির হোসেন বাবুল ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন।
এছাড়া, শাহজাদপুর-বাড্ডা-রামপুরা সড়কের বিভিন্ন পয়েন্টে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ব্যানারে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করেছেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। সুবাস্তু টাওয়ার, শাহজাদপুর, হোসেন মার্কেট, বাড্ডা পোস্ট অফিস মোড়সহ বিভিন্ন এলাকায় তাদের সরব অবস্থান দেখা গেছে।
Views: 0
Leave a Reply