ভাওয়াইয়া-লোক গানের শিল্পী ও বীর মুক্তিযোদ্ধা নাদিরা বেগম মারা গেছেন।
মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে নাদিরা বেগমের মরদেহ নেওয়া হয় জয়পুরহাটে। এই বীর মুক্তিযোদ্ধাকে জয়পুরহাট সদরের রামদেও বজলা সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। এরপর তার পৈতৃক নিবাস জয়পুরহাট সদরের দাদরা জন্তি গ্রামে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে শিল্পীকে তার পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়েছে।
‘কলকল ছলছল নদী করে টলমল’ শিরোনামের গানের গীতিকার ও সুরকার এ কে এম আবদুল আজিজের কন্যা নাদিরা বেগম। বাবার হাত ধরে গানে নাম লেখান তিনি। ৯ ভাইবোনের মধ্যে নাদিরা ছিলেন সবার বড়।
Views: 2
Leave a Reply