1. nasiralam4998@gmail.com : admi2017 :
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৩:০২ অপরাহ্ন

গাজায় যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘভুক্ত সংস্থার প্রধানদের

  • আপডেট টাইম : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ৯০ বার

জাতিসংঘভুক্ত সংস্থাগুলো বিরল একটি যৌথ বিবৃতি জারি করে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।জাতিসংঘের অর্ন্তভুক্ত ১৮টি সংস্থার প্রধানরা যৌথভাবে প্রকাশিত এক বিবৃতিতে এ আহ্বান জানান।

সোমবার আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আন্তঃসংস্থা স্ট্যান্ডিং কমিটি নামে পরিচিত

ইউনিসেফ, বিশ্ব খাদ্য কর্মসূচি, বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ আন্তঃসংস্থা স্ট্যান্ডিং কমিটি নামে পরিচিত ১৮টি সংস্থার প্রধানরা এই চিঠিতে স্বাক্ষর করেছেন।

তারা ফিলিস্তিনের গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধে নিহতের সংখ্যা বেড়ে চলার বিষয়টিকে ‘অত্যন্ত দুঃখজনক ও ভীতিকর’ বলে উল্লেখ করেন।

বিবৃতিতে বলা হয়, ‘মানবিক কারণে আমরা যত দ্রুত সম্ভব গাজায় যুদ্ধবিরতির দাবি জানাচ্ছি। এক মাস ধরে এ যুদ্ধ চলছে। এটি আর হতে দেওয়া যায় না। এখনই তা বন্ধ করা উচিত।’

তারা আরও বলেন, ‘প্রায় এক মাস ধরে বিশ্ববাসী ইসরায়েল ও দখলকৃত ফিলিস্তিনে প্রচন্ড অস্থির পরিস্থিতি দেখে আসছে। এতো এতো মৃত্যু দেখে মানুষ স্তম্ভিত ও ভীত।’

জাতিসংঘ প্রধানরা ২৪০ জনের বেশি জিম্মিকে মুক্তি দিতে হামাসের প্রতি আহ্বান জানান এবং উভয় পক্ষকেই ‘আন্তর্জাতিক মানবিক ও মানুষের অধিকার সংক্রান্ত আইন’ মেনে চলার আহ্বান জানান। আইনের প্রতি দায়িত্বশীলতা থেকে গাজায় ত্রাণ পৌঁছানোর অনুমতি দেওয়ার আহ্বান জানান তারা। একইসঙ্গে হাসপাতাল ও বিদ্যালয়ের মতো প্রয়োজনীয় অবকাঠামোর সুরক্ষারও আহ্বান জানান তারা।এ বিষয়ে বিবৃতিতে বলা হয়, ‘গাজা উপত্যকায় একটি সমগ্র জনসংখ্যা অবরুদ্ধ এবং হামলার মুখে রয়েছে। বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় জিনিসগুলোতে থেকে তারা বঞ্চিত। তাদের বাড়ি, আশ্রয়কেন্দ্র, হাসপাতাল এবং উপাসনালয়ে বোমা হামলা করা হয়েছে। এটি অগ্রহণযোগ্য।’

জাতিসংঘের নেতারা বলেন, ‘হামাসকে ধ্বংস করার লক্ষ্যে ইসরায়েল হামলা করায় অবরুদ্ধ জনগোষ্ঠীকে সাহায্য করার জন্য গাজায় আরও খাবার, পানি, ওষুধ ও জ্বালানি প্রবেশের অনুমতি দিতে হবে। ২৩ হাজারের বেশি আহত মানুষের চিকিৎসায় গাজার হাসপাতালগুলো জরুরি চিকিৎসাসামগ্রী পৌঁছানো জরুরি।’  এ সময় জাতিসংঘ প্রধানরা ত্রাণ সরবরাহের কাজে নিয়োজিত কয়েক ডজন কর্মী হত্যার বিষয়টিতেও নিন্দা জানান।তারা বলেন, ‘এ পর্যন্ত একশরও বেশি সাহায্যকারীর উপর হামলার ঘটনা জানা গিয়েছে। এসব হামলায় গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ৮৮ জন নিহত হয়েছে, যা একটি মাত্র যুদ্ধে জাতিসংঘের এতো কর্মীর এভাবে মৃত্যুর ঘটনা এটাই সর্বোচ্চ।’আল জাজিরার খবরে বলা হয়েছে, গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত প্রায় ১০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। অপরদিকে ইসরায়েলে হামাসের হামলায় প্রায় দেড় হাজার ইসরায়েলি নিহত হয়েছে।

Views: 1

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..