চলমান বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে সেঞ্চুরি করে ওয়ানডেূা শচীন টেন্ডুলকারের ৪৯ সেঞ্চুরির রেকর্ড ছুঁয়ে ফেলেন বিরাট কোহলি। শৈশব থেকে কৈশোরে শচীনের খেলা দেখে বড় হওয়া কোহলি ম্যাচশেষে নিজের হিরোকেও স্মরণ করলেন। জানালেন, শচীনকে ছুঁতে পারা তার জন্য বিরাট সম্মানের।
নিজের রেকর্ডে ভাগ বসানোর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে কোহলির উদ্দেশ্য শচীন লিখেন, ‘খুব ভালো খেলেছো বিরাট। চলতি বছর ৪৯ (বয়স) থেকে ৫০-এ যেতে আমার ৩৬৫ দিন লেগেছে। আমি আশা করি, আগামী কিছু দিনের মধ্যে তুমি ৪৯ (সেঞ্চুরি) থেকে ৫০-এ যাবে এবং আমার রেকর্ড ভেঙে দেবে। অভিনন্দন!’
ম্যাচশেষে পুরস্কার গ্রহণের সময় তাকে জানানো হয় টেন্ডুলকারের অভিনন্দন বার্তার কথা। তখন নিজের অনুভূতি জানান কোহলি, ‘টেন্ডুলকারের বার্তা বিশেষ কিছু। এটি আমার জন্য একটু বেশিই কিছু। নিজের হিরোর রেকর্ডে ভাগ বসানো আমার জন্য অনেক বড় সম্মানের। তার ব্যাটিং একদম নিখুঁত।’
শৈশবের কথা স্মরণ করে কোহলি আরও বলেন, ‘এটি আবেগের মুহূর্ত। আমার মনে আছে, আমি কেমন দিন পার করে এসেছি। তাকে (টেন্ডুলকার) টিভিতে দেখার দিনগুলো আমার মনে আছে। তার কাছ থেকে এমন প্রশংসা পাওয়া আমার কাছে অনেক বড় কিছু।’
চলতি আসরে ব্যাট হাতে দারুণ ছন্দে রয়েছেন ভারতীয় তারকা। ৮ ম্যাচের ৮ ইনিংসে ১০৮.৪০ গড়ে ২ সেঞ্চুরি ও ৪ হাফ সেঞ্চুরিতে তার রান এখন ৫৪২। বিশ্বকাপে তার আটটি ইনিংস যথাক্রমে- ৮৫, ৫৫*, ১৬, ১০৩*, ৯৫, ০, ৮৮ ও ১০১*।
ওয়ানডে কোহলি প্রথম সেঞ্চুরির দেখা পান এক যুগেরও বেশি সময় আগে। ২০০৯ সালের ২৪ ডিসেম্বর মাত্র ২১ বছর বয়সে শ্রীলঙ্কার বিপক্ষে মেইডেন সেঞ্চুরি করেন। সেই ম্যাচে ১১ চার ও ১ ছক্কায় করেছিলেন ১০৭ রান। গতকাল ৪৯তম সেঞ্চুরিতে করলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করলেন অপরাজিত ১০১ রান।
Views: 4
Leave a Reply