রংপুরের পায়রাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুর রহমানকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই সময় মাহবুবুর রহমান নিজ ওষুধের দোকান বন্ধ করে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় স্থানীয় মাছ ব্যবসায়ী হারুন মিয়া তাকে মাছ কাটা বটি নিয়ে আকষ্মিক কোপ দেয়। এতে মাহবুবুর রহমান মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা অভিযুক্ত হারুনকে অবরুদ্ধ করে রেখে আহত চেয়ারম্যানকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে পথেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে মিঠাপুকুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও অভিযুক্ত হারুনকে আটক করে।
হারুণ মাদকাসক্ত ও মানসিক বিকারগ্রস্ত ছিলো বলে স্থানীয়রা জানান। তার সঙ্গে মাহবুবুর রহমানের একটি ঘটনায় শালিস বৈঠকের মীমাংসাকে কেন্দ্র করে দ্বন্দ্ব ছিল বলে স্থানীয়রা জানান।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকার পরিস্থিতি থমথমে আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে।
Views: 2
Leave a Reply