উত্তরা আজমপুর বাসস্ট্যান্ডে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার রাইজিংবিডিকে বলেন, সকাল ৭টার দিকে উত্তরা আজমপুর বাসস্ট্যান্ড এলাকায় পরিস্থান পরিবহনের গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে যাত্রীবেশে কয়েকজন ওই গাড়িতে ওঠে। এরপর পেছন থেকে বাসটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় বাসে ১০-১২ জন যাত্রী ছিলেন। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
Views: 1
Leave a Reply