বিএনপির ডাকা টানা তিন দিনের অবরোধের সমর্থনে রাজধানীর রামপুরায় মিছিল করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
এসময় তার সঙ্গে ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ-সম্পাদক আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, মহানগর বিএনপি নেতা ভিপি সামছুল ইসলাম শামছু, যুবদল নেতা শাওনসহ অন্যান্য নেতাকর্মীরা।
এসময় রিজভী বলেন, আমাদের এ আন্দোলন জনগণের জন্য আন্দোলন। মানুষের ভোটাধিকার, গণতন্ত্র পুনরুদ্ধার ও অধিকার আদায়ের আন্দোলন। হুমকি দিয়ে, গুলি করে, হত্যা করে, দমন নিপীড়ন করে এ আন্দোলনকে দমানো যাবে না। এবার দেশের জনগণের অধিকার সুপ্রতিষ্ঠিত করেই বিএনপির নেতাকর্মীরা ঘরে ফিরবে।
Views: 4
Leave a Reply