ইসরায়েল-গাজা সংঘাতে মালয়েশিয়ার অবস্থান স্পষ্টভাবে জানতে ওয়াশিংটনে নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম পার্লামেন্টে এ তথ্য জানিয়েছেন।
আনোয়ার বলেছেন, ‘সংঘাতে, বিশেষ করে গাজায় ইসরায়েল যে সহিংসতা চালাচ্ছে সেই বিষয়ে আমাদের অবস্থান জানতে মালয়েশিয়ার রাষ্ট্রদূতকে আমেরিকান কর্তৃপক্ষ ডেকেছিল। আমাদের রাষ্ট্রদূত দৃঢ়ভাবে আমাদের অবস্থান জানিয়েছেন।’
কুয়ালালামপুরে মার্কিন দূতাবাস এর আগে নোটিশ জারি করে মালয়েশিয়াকে ‘কূটনৈতিক চ্যানেল’ ব্যবহার করে অন্যদের সংঘাতে জড়িত হওয়া থেকে বিরত রাখতে বলেছিল।
২০১৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী নাজিব রাজাক গাজায় ইসরায়েলের অবরোধ অমান্য করেছিলেন এবং হামাসের আমন্ত্রণে গাজা সফর করেছিলেন।
Views: 6
Leave a Reply