1. nasiralam4998@gmail.com : admi2017 :
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:৩০ অপরাহ্ন

খুলনায় : বিএনপি নেতাকর্মীদের বাড়িতে তল্লাশির অভিযোগ, আটক ১২

  • আপডেট টাইম : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ১০৪ বার

আগামী ২৮ অক্টোবরের মহাসমাবেশকে কেন্দ্র করে খুলনায় বিএনপি ও অঙ্গ সংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তারের অভিযোগ উঠেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে। বুধবার (২৫ অক্টোবর) খুলনা বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

এদিকে, পুলিশের পক্ষ থেকে বিএনপির দেওয়া তথ্য মিথ্যা বলে দাবি করা হয়েছে।

বিএনপির দাবি অনুযায়ী গ্রেপ্তার ১২ জন হলেন- খুলনার ফুলতলা উপজেলার জামিরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি জিয়াউর সরদার, জামিরা ইউনিয়ন যুবদলের সদস্য আব্দুল্লাহ খান, রূপসা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এসএম বোরহান উদ্দিন, ৪ন নম্বর টিএসবি ইউনিয়ন যুবদল নেতা মো. সাগর সরদার, বটিয়াঘাটা উপজেলা যুবদল নেতা শাহারিয়ার আলম বাপ্পী খান, বালিয়াডাঙ্গা ইউনিয়ন বিএনপি নেতা আখতার শেখ, তেরখাদা উপজেলা বিএনপির সহ-সভাপতি লস্কর আবুল কালাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মোল্লা হুমায়ুন কবির, ডুমুরিয়া উপজেলার মাগুরঘোনা ইউনিয়ন বিএনপি সদস্য সচিব আশরাফুল, খর্নিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাসেম মেম্বার, কয়রা উপজেলা যুবদলের আহ্বায়ক শরিফুল আলম ও দিঘলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক রাজু আহম্মেদ।

খুলনা বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব মিজানুর রহমান মিলটন বলেন, ‘গতকাল মঙ্গলবার রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে নেতাদের গ্রেপ্তার করা হয়েছে। মূলত রাজধানীতে মহাসমাবেশে যাতে বিএনপির নেতাদের যেতে না পারেন এবং তাদের মধ্যে ভীতি সৃষ্টি করার জন্য এ গ্রেপ্তার অভিযান চালানো হচ্ছে।’

তবে বিএনপির দেওয়া তথ্য মিথ্যা বলে দাবি করেছেন খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান। তিনি বলেন, ‘সমাবেশকে কেন্দ্র করে কোনো গ্রেপ্তার অভিযান চালানো হচ্ছে না। যদি কেউ গ্রেপ্তার হয়ে থাকেন তবে কোনো মামলার আসামি হিসেবে গ্রেপ্তার হতে পারেন। কোনো বিশেষ অভিযান চলছে না।’

Views: 3

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..