জাতিসংঘের কর্মকর্তাদের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যের সংকট সম্পর্কে মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের মন্তব্যের পর বুধবার জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত এ তথ্য জানিয়েছেন।
রাষ্ট্রদূত গিলাদ এরদান বুধবার ইসরায়েলি আর্মি রেডিওকে বলেন, ‘এর প্রতিক্রিয়া হিসাবে আমরা জাতিসংঘের প্রতিনিধিদের ভিসা আবেদন প্রত্যাখ্যান করব। ইসরায়েল ইতিমধ্যেই জাতিসংঘের আন্ডার সেক্রেটারি-জেনারেল ফর হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স এবং জরুরি ত্রাণ সমন্বয়কারী মার্টিন গ্রিফিথসের ভিসার আবেদন প্রত্যাখ্যান করেছে। সময় এসেছে তাদেরকে শিক্ষা দেওয়ার।’
৭ অক্টোবর ইসরায়েলের হামলার পর অবরুদ্ধ গাজায় পাঁচ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এদের মধ্যে অন্তত দুই হাজার শিশু রয়েছে। জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর যুদ্ধবিরতির আহ্বান কানেই তুলছে ইসরায়েল।
Views: 2
Leave a Reply