পায়ে চোট পাওয়ায় বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে পারেননি সাকিব আল হাসান। জাতীয় দলের অধিনায়ক গা গরমের ফুটবল খেলতে গিয়ে ব্যথা পেয়েছিলেন। শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে ৭ উইকেটে জয় পাওয়া ম্যাচে সাকিবকে ড্রেসিংরুমে সময় কাটাতে হয়েছে।
মাশরাফি যোগ করেন, ‘এটা কি কোনও কথা হলো? এ কী অসুস্থতা…! এ কোন প্রজন্মকে দেখছি আমরা, কোন চিন্তা নিয়ে তারা বড় হচ্ছে? মনে এত হিংসার চাষ করে তারা নিজেদের জীবনেই বা কী অর্জন করবে…!’
ভক্তদের দলকে সমর্থন দেওয়ার আহ্বান করেছেন সাবেক অধিনায়ক, ‘এটা কি কোনও একজনের দল নাকি আমাদের দেশের দল? শুধু সাকিব নয়, ওরা সবাই আমাদের দেশের প্রতিনিধি। আমাদের বিশ্বকাপ স্বপ্নের ধারক ওরা। কারও প্রিয় ক্রিকেটার থাকবে না, কারও প্রিয় ক্রিকেটার হয়তো প্রত্যাশামতো পারফর্ম করবে না। কিন্তু দলটা তো আমাদের সবার। এটাই মনে রাখা উচিত…। বিশ্বকাপে দলের পাশে থাকা আর ওদেরকে বিশ্বাস জোগানো এখন সবচেয়ে জরুরি।’
Views: 3
Leave a Reply