প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ বিশ্বে এখন অনেক মর্যাদার আসনে রয়েছে। সুতরাং বাংলাদেশ চাইবে কিছু পাবে না, এমন নয়। আমরা ব্রিকসে এখনও সদস্যপদ পাব বা এখনই নিতে হবে বা আমরা চেষ্টাও করিনি।
প্রধানমন্ত্রী বলেন, চাইলে পাব না সেই অবস্থাটা নাই। প্রত্যেক কাজেরই একটা নিয়ম থাকে। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট যখন আমন্ত্রণ করল, তখন তিনি বললেন তারা কিছু সদস্য বাড়াবে আমার মতামত জানতে চেয়েছিলেন। আমি বলেছি সেটা ভালই হবে। ব্রিকস যখন হয় তখনই পাঁচ দেশের সঙ্গে আমার সম্পর্ক ভাল ছিল।
ব্রিকসের সদস্যপদ পাওয়ার চেয়ে ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য হওয়ার দিকে বেশি আগ্রহ ছিল জানিয়ে তিনি বলেন, ডেভেলপমেন্ট ব্যাংকের প্রতি আমাদের আগ্রহ ছিল। ব্রিকসের সদস্যর বিষয়ে ভৌগলিক অবস্থা বিবেচনা করে নেবেন, তখনই বলেছিলেন। নিলে আমরা খুব খুশি তবে ব্রিকসে এখনই সদস্যপদ পাব, এখনই নিতে হবে বা চেষ্টাও আমরা করিনি। আমরা কারও কাছে বলতে চাইনি, আমাদের সদস্য করো।
এসময় বিরোধী রাজনৈতিক সমালোচকদেরও জবাব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমাদের অপজিশন থেকে বলছে, আমরা পাইনি। বাংলাদেশ কিছু চাইলে পাবে না, সেটা নয়। বাংলাদেশের মর্যাদা বিশ্বে এখন এমনই। কিন্তু বিএনপির আমলে দেশ ছিল হাত পেতে চলার, ভিক্ষা নিয়ে চলার দেশ। বাংলাদেশ এখন সেই পরিস্থিতিতে নেই।
Views: 2
Leave a Reply