জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বরখাস্ত হওয়া উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে জামিন দেনটি হাইকোর্ট।
সোমবার (১৭ এপ্রিল) বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি আলী রেজার হাইকোর্ট বেঞ্চ তার জামিন আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেন।
আদালতে মিজানের পক্ষে ছিলেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক। দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।
২০১৯ সালের ২৪ জুন দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) দুদকের পরিচালক মঞ্জুর মোর্শেদ বাদী হয়ে ডিআইজি মিজানসহ চার জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে ৩ কোটি ২৮ লাখ ৬৮ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন ও ৩ কোটি ৭ লাখ ৫ হাজার টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়।
Views: 4
Leave a Reply