টানা ১২ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। এতে দুর্বিষহ হয়ে পড়েছে জনজীবন। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বেলা ৩টার দিকে চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ ডিগ্রি সেলসিয়াস । যা দেশের মধ্যে সর্বোচ্চ।
অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। জরুরি কাজ না থাকলে মানুষজন তেমন বাইরে বের হচ্ছেন না। জেলা সদরের হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও বেড়েছে শিশুসহ বিভিন্ন বয়সী রোগীর সংখ্যা।
তীব্র তাপপ্রবাহে পুড়ছে ফসলের মাঠ। শুকিয়ে যাচ্ছে পুকুর-জলাশয় ও খাল-বিলের পানি। সব মিলিয়ে চুয়াডাঙ্গা জেলা এখন প্রাকৃতিক দুর্যোগের স্বীকার।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গত ২ এপ্রিল থেকে টানা ১২ দিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে চুয়াডাঙ্গায়। তাপমাত্রা আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে।’
তিনি আরও বলেন, ‘ভৌগোলিক কারণে চুয়াডাঙ্গায় শীতের সময় তীব্র শীত এবং গরমের সময় গরম বেশি অনুভূত হয়। জেলায় দীর্ঘদিন বৃষ্টিপাত না থাকায় ক্রমেই এ অঞ্চলে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে।’
Views: 5
Leave a Reply