গ্রেপ্তার সাঈদ খান (৪২) উপজেলার দর্শনা পৌর এলাকার বাসিন্দা।
সাইফুল ইসলাম বলেন, এক ব্যক্তি মোটরসাইকেলে করে জীবননগর উপজেলার থেকে সোনা পাচারের উদ্দেশে দর্শনার দিকে আসার খবর পেয়ে বিজিবির একটি বিশেষ টহল দল উথলী এলাকায় অবস্থান নেয়।
“এক মোটরসাইকেল আরোহীকে উথলী অতিক্রম করে দর্শনার দিকে যেতে দেখে সন্দেহভাজন হিসেবে তাকে আটক করে বিজিবি। পরে তাকে তল্লাশি করলে ২২টি সোনার উদ্ধার করা হয়। তার মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
Views: 1
Leave a Reply