1. nasiralam4998@gmail.com : admi2017 :
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:২৫ পূর্বাহ্ন

ইউক্রেনের যুদ্ধ থেকে বেরিয়ে আসার জন্য বিশ্বের উচিত চীনের কথা শোনা

  • আপডেট টাইম : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ১১৮ বার

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, ইউক্রেনের যুদ্ধ থেকে বেরিয়ে আসার জন্য বিশ্বের উচিত চীনের কথা শোনা। আগামী সপ্তাহে বেইজিংয়ে রাষ্ট্রীয় সফরের আগে শুক্রবার তিনি এ কথা বলেছেন।

ব্রাসেলসে সংবাদ সম্মেলনে সানচেজ বলেন, ‘চীন বৈশ্বিক কর্তা, তাই স্পষ্টতই আমাদের অবশ্যই তার কথা শুনতে হবে, যাতে আমরা এই যুদ্ধের অবসান ঘটাতে পারি এবং ইউক্রেন তার আঞ্চলিক অখণ্ডতা পুনরুদ্ধার করতে পারে।’

৩১ মার্চ বেইজিং সফরে যাচ্ছেন সানচেজ। সেখানে তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। দুই নেতার বৈঠকে ইউক্রেনের চলমান সংঘাতের উপর আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। ইতিমধ্যে চীন ইউক্রেন-রাশিয়া যুদ্ধে নিজেকে ‘নিরপেক্ষ’ হিসাবে বর্ণনা করেছে এবং একটি ব্যাপক যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে ১২ দফা শান্তি পরিকল্পনা পেশ করেছে।

এর আগে সানচেজ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শান্তি প্রস্তাবকে সমর্থন দিয়েছিলেন। ওই প্রস্তাবে ২০১৪ সালে রাশিয়ার অঙ্গীভূত ক্রিমিয়াকে ইউক্রেনের কাছে ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..