আগামী ১৬ মার্চ অনুষ্ঠেয় দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভা উপনির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। তিনি দর্শনা পৌরসভার শ্যামপুর গ্রামের ইউছুফ আলীর ছেলে ও জামায়াতে ইসলামী সমর্থিত মেয়র প্রার্থী ছিলেন। রোববার দর্শনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি তার প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন। আব্দুল কাদের জানান, দর্শনা পৌরসভা উপনির্বাচনে জামায়াতের দলীয় স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসাবে নির্বাচন মনোনয়নপত্র সংগ্রহ করি। শুক্রবার রামনগরে আমার দলের নেতাকর্মী সমর্থক নিয়ে গণসংযোগ করছিল। এ সময় আ.লীগ নেতা ফয়সাল ও তার সমর্থকসহ বেশ কিছু লোকজন আমাদের লাঞ্ছিত করে এবং বিভিন্নভাবে আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এছাড়া শনিবার দুপুরে দর্শনা পৌর জামায়াত আমির সাইকুল ইসলাম অপুসহ দুজন নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে দর্শনা পৌর উপ-নির্বাচনে নির্বাচনীয় পরিবেশ না থাকায় আমার প্রার্থিতা প্রত্যাহার করছি।
Views: 5
Leave a Reply